Before anything else,
Preparation is the key to success
পেশাগত জীবনে ব্যাংক ক্যারিয়ার বাংলাদেশে আকর্ষণীয় ও সুবিধজনক জব। বর্তমানে সরকারি ব্যাংক এ নিয়োগ পেতে হলে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে Bank Recruitement Exam. এ অংশ নিয়ে নিজের সক্ষমতা অর্জন করতে হয়। পরীক্ষাটি গ্রহণ করে ‘ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়’। 100 নম্বরের MCQ ও 200 নম্বরের লিখিত পরীক্ষা শেষে ভাইভা-র মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হয়।
Bank Recruitement Exam. এ অংশগ্রহণকারীদের প্রস্তুতি যাচাই করতে Bank Preparation Model Test-একটি চমৎকার মাধ্যম। সময় ও খরচ বাঁচিয়ে ঘরে বসেই প্রস্তুতি পরীক্ষা দিতে BD Online Academy-র বিশেষ আয়োজন। আমাদের বিশাল প্রশ্নভান্ডার থেকে আপনার পছন্দের Exam. প্যাকেজ গ্রহণ করতে পারেন। যত Practice তত আত্মবিশ্বাস।
আমাদের রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান (বাংলাদেশ/আন্তর্জাতিক) এবং বিগত ব্যাংক রিক্রুটমেন্ট পরীক্ষার প্রশ্ন ও সমাধান। আমাদের আয়োজন শুধু আপনার পরীক্ষা প্রস্তুতির জন্যেই। নিজের সক্ষমতাকে বাড়াতে আমাদের Bank Preparation Model Test-এ স্বাগতম।
পহেলা অক্টোবর থেকে online কোর্সটি শুরু হবে ।
স্কুল পেরিয়ে এবং উচ্চ শিক্ষার মাঝের ধাপটি পেরিয়ে HSC বা উচ্চ মাধ্যমিক শ্রেণি। একাদশ ও দ্বাদশ শ্রেণি নিয়ে এ ধাপটি। দেশের একজন নাগরিকের স্বপ্নময় জীবন গড়ার জন্য উচ্চ শিক্ষা স্তরের প্রবেশ দ্বার এই HSC. মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাধ্যমে গৃহিত পাবলিক পরীক্ষা HSC-র মাধ্যমেই একজন শিক্ষার্থী ভবিষ্যৎ দায়িত্বশীল নাগরিক হিসেবে বেড়ে উঠার সুযোগ তৈরি করতে পারে। HSC পরীক্ষার পরই Medical, Engineering বা বিশ্ববিদ্যালয়ভিত্তিক উচ্চশিক্ষা অর্জন এবং পরবর্তী পেশাগত জীবনের পথ তৈরি করে। তাই নিজেকে যথাযথ ভাবে তৈরি করতে HSC খুবই গুরুত্বপূর্ণ সময়। অথচ এ সময়টা মাত্র ২ বছর। এ দুবছরে উচ্চ মাধ্যমিক ভর্তি, অধ্যয়ন, HSC পরীক্ষায় অংশগ্রহণ ও ফলাফল সবই। শুধু অধ্যয়ন পর্যায় হিসেব করলে ২ বছর নয়; আরও কম সময়। সে দিক বিবেচনায় সময়ের যথাযথ ব্যবহারে পাঠঅনুশীলন সমাপ্ত করতে হবে। এক্ষেত্রে সুষ্ঠু ও যথাযথ প্রস্তুতির জন্য বার বার পাঠঅনুশীলন আর মডেল টেস্ট দিয়ে নিজেকে গড়ে তুলতে হবে।
মাধ্যমিক পর্যায়ের গুরুত্বপূর্ণ ধাপ SSC পরীক্ষা। এ পরীক্ষার ফলাফল পরবর্তীতে উচ্চ শিক্ষায় প্রভাব রাখে।JSC-র ফলাফলের পর ৯ম শ্রেণিতে ভর্তি হতে হয়। আর তখন থেকেই SSC-র যাত্রা শুরু। ৯ম শ্রেণিতে স্কুলভিত্তিক পরীক্ষা নেওয়া হয়। ১০ম শ্রেণিতে উর্ত্তীণের পর নির্বাচনী পরীক্ষা পর্যন্ত স্কুল ভিত্তিক পরীক্ষা। তারপর বোর্ড-এর মাধ্যমে ৯ম-১০ম এর পুরো সিলেবাসের ভিত্তিতে পাবলিক পরীক্ষা হিসেবে SSC পরীক্ষা গ্রহণ করা হয়। সৃজনশীল ও নৈর্ব্যক্তিক অভীক্ষা (MCQ) পরীক্ষা পদ্ধতির মাধ্যমে SSC পরীক্ষার মূল্যায়ন করা হয়।