NTRCA সম্পর্কে কিছু কথা


শিক্ষকতা একটি মহান পেশা। মানুষ গড়ার কারিগর শিক্ষরাই সমাজকে আলোর পথ দেখায়। প্রতিবছর দেশে বেসরকারি পর্যায়ে স্কুল ও কলেজে প্রচুর শিক্ষকের চাহিদা থাকে। যোগ্যতায় মানসম্মত শিক্ষক বাছাইয়ে সরকার ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ’ (NTRCA) প্রতিষ্ঠা করে।এই কর্তৃপক্ষই প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা গ্রহণের মাধ্যমে যোগ্য ও মানসম্মত শিক্ষক নিয়োগ প্যানেল তৈরি করে। নিয়োগ প্যানেলের প্রার্থীরাই উপজেলা, জেলা, মহানগর ভিত্তিতে বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে থাকেন। ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ’ই 100 নম্বরের MCQ প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করে। কেবলমাত্র প্রিলিমিনারিতে উত্তীর্ণরাই পরবর্তী ধাপ লিখিত পরীক্ষায় অংশ নিতে পারেন। তারপর চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে নিবন্ধন প্রত্যয়ন দেওয়া হয়। নিবন্ধন প্রত্যয়নপ্রাপ্ত প্রার্থীদের দিয়েই নিয়োগ প্যানেল তৈরি হয়।

নিবন্ধন পরীক্ষার ধারা ও মানবণ্টন স্কুল ও কলেজ পর্যায়ের পরীক্ষার্থীদের জন্য একই। এ পরীক্ষাকে সংক্ষেপে ‘শিক্ষক নিবন্ধন পরীক্ষা’ বলা হয়।

স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারিতে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই নম্বরের বিভাজন :
* বাংলা ব্যাকরণ - 25
* ইংরেজি ব্যাকরণ - 25
* সাধারণ গণিত - 25
* সাধারণ জ্ঞান - 25

আপনার করণীয়

আপনি স্কুল বা কলেজ যে পর্যায়েরই শিক্ষক হতে ইচ্ছুক হোন না কেন, আপনাকে প্রথমেই শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতেই হবে। স্কুল ও কলেজ উভয় ক্ষেত্রে প্রশ্নপত্র ভিন্ন ভিন্ন হলেও প্রশ্নের ধারা ও মানবণ্টন একই। বাংলা ও ইংরেজি ব্যাকরণ, গণিত- এ তিনটি বিষয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায় থেকেই আসে। সাধারণ জ্ঞান ৩টি অংশে হয় : বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলীর চলতি ঘটনাবলি এবং দৈনন্দিন বিজ্ঞান। শুধু তাই নয়- BCS প্রিলিমিনারিসহ ব্যাংক রিক্রুটমেন্ট, বিভিন্ন Job Exm.-এ একই ধারার MCQ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। তাই আপনার করণীয় MCQ প্রশ্নে বেশি বেশি Practice Test-এ অংশ নেওয়া। এভাবে একজন প্রার্থীর পরীক্ষা প্রস্তুতি বেশ ভালো হয়। প্রার্থীর আত্মবিশ্বাসও বেড়ে যায় অনেক। একজন প্রার্থী হিসেবে Practice Test-এ অংশ নেওয়ার ব্যাপারে আপনার করণীয় আপনিই নির্ধারণ করুন।

আমাদের আয়োজন

শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির জন্য আমাদের রয়েছে কার্যকরি আয়োজন। লক্ষাধিক প্রশ্নের ভান্ডার থেকে মূল পরীক্ষার মতোই Practice Test দিতে পারবেন আমাদের আয়োজনে। সময় বাঁচিয়ে ঘরে বসেই Online-এর Practice Test-এ অংশ নিয়ে নিজেকে প্রস্তুত করুন। নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি নিন।

যত Practice ততই নিজেকে গড়ে তোলার চেষ্টা। নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলার এ এক অনন্য প্রয়াস।

আমাদের Online-এর Practice Test-এ আপনাকে স্বাগতম।