আমাদের ওয়েবসাইটটি ব্যবহারের পূর্বে আমাদের ‘Privacy Policy’ ভালো ভাবে পড়ে দেখুন। আমদের সেবা গ্রহণ বা Site-টি Login সম্পূর্ণ শর্তাধীন। ‘Privacy Policy’ প্রযোজ্য হবে সকল ভিউয়ার, ইউজার এবং আগ্রহীদের জন্য- যারা সাইটটি ব্যবহার করবে। তাই আগ্রহীদেরকে Site-টি Login-র জন্য অবশ্যই আমাদের উক্ত ‘Privecy Policy’ পুরোপুরি মানার জন্য সম্মত থাকতে হবে। যদি কোনো শর্তাবলী না মানা হয় তবে Site-টি Login করতে পারবেন না।
আমাদের যেকোনো নিজস্ব ওয়েভ কন্টেন্ড যেমন- লোগো, দৃশ্যমান ছবি-নকশা, ট্রেডমার্ক এবং এডুকেশনাল আইটেম একান্ত আমাদের নিজস্ব সম্পদ।
আপনি যখনই আমাদের সাথে একটি নতুন প্রোফাইল তৈরি করবেন, তখনই আপনাকে প্রয়োজনীয় সব তথ্য দিতে হবে, যা Privacy Policy-তে উল্লেখ করা আছে। প্রয়োজনীয় তথ্যাবলী ছাড়া হয়ত আমাদের পক্ষে Login-এর অধিকার দেওয়া সম্ভব হবে না। আপনার পাসওয়ার্ডের নিরাপত্তা আপনার নিজ দায়িত্বে থাকবে।
আমাদের সেবাটি অন্য কোনো তৃতীয় পক্ষের সেবার সাথে সংযুক্ত হতে পারে। আমাদের নিজস্ব নয় বা www.bdonlineacademy.com দ্বারা নিয়ন্ত্রিত নয় অথবা নিয়ন্ত্রণ করবে না- এমন কোনো তৃতীয় পক্ষীয় ওয়েভ সাইট হতে পারে। সে ক্ষেত্রে তাদের চাহিদা অনুযায়ী তথ্য দিতে বা তাদের পরিচালনায় আপনার সম্মতি থাকতে হবে। তৃতীয় পক্ষের শর্তাবলী ভালো করে পড়ে দেখতে হবে আপনাকে।
কোনো প্রকার আইন বা শর্তাবলী ভঙ্গ করা হয়, তাহলে পূর্বঘোষণা ছাড়াই আমাদের সেবার সংযোগ বিচ্ছিন্ন করা হবে বা সাময়িক স্থগিত করা হবে।
আমাদের ‘Privacy Policy’-র নিরাপত্তা থাকবে বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা।
শর্তাবলী পরিবর্তনের জন্য আমরা সম্পূর্ণ ক্ষমতা রাখি। যদি কোনো নতুন নিয়ম প্রয়োগ করা হয় তার ৩০ দিন আগে নোটিশ মারফত জানানো হবে যে কী কী ধরনের পরিবর্তন হবে।
নতুন পরিবর্তনের পর পুনরায় আমাদের সেবা এবং অধিকার সমূহ চালু করা হবে। আপনাকে অবশ্যই নতুন পরিবর্তনে সম্মতি প্রদানে বাধ্য থাকিবেন আর যদি সম্মতিতে না বাধ্য থাকেন তাহলে আপনার সেবাটি বন্ধ করা হবে।
শর্তাবলী সম্পর্কে যদি কোনো প্রকার প্রশ্ন থাকলে দয়া করে যোগাযোগ করুন-
www.bdonlineacademy.com
admin@bdonlineacademy.com